অ্যাডবি ফটোশপ হলো ইমেজ এডিটিং সফটওয়ার। এডোবি কম্পানির জনপ্রিয় একটি সফটওয়ার ফটোশপ। আজ ফটোশপের এমন কিছু শর্টকার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে শর্টকার্ট ছাড়া আপনি ইমেজ এডিটিং করতে পারবেন কিন্তু দূত এডিটিং করতে পারবেন না।
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই। ফটোশপে কী-বোর্ড শর্টকার্ট ছাড়া ডিজাইন করা ইম্পসিবল। চলুন ফটোশপে কী-বোর্ড শর্টকার্ট সম্পর্কে শিখে নেই……………
ফটোশপ সম্পর্কে কিছু তর্থ্যঃ
ফটোশপের ইউনিট কয়টি ?
উত্তরঃ ফটোশপের ইউনিট ৬ টি । যথাঃ Inches, Pixel, Point, Columns, Millimeter, Centimeter
ফটোশপের কালার মোড কয়টি ?
উত্তরঃ কালার মোড ৫ টি। যথাঃ RGB, CMYK, Bitmap, Grayscale, Lab
প্রিন্ট মিডিয়ার জন্য রেজুলেশন হবে ৩০০ কালার মোড হবে CMYK
ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য রেজুলেশন হবে ৭২ কালার মোড হবে RGB
মূলত ফটোশপের ৮ বিট, ১৬বিট, ৩২বিট হয়ে থাকে। আমরা সাধারণত ৮ বিটে কাজ করে থাকি। যারা অনেক বড় বড় কাজ করে হাই কনফিগ্রারেশন পিসি ব্যবহার করে তারা ১৬বিট, ৩২বিট ব্যবহার করে থাকে।
কলার এপ্লাইঃ
এডোবি ফটোশপে ইমেজ এডিটিং করার সময় কোন লেয়ারে ফোরগ্রাউন্ড কালার এপ্লাই করতে হলে আপনাকে কী-বোডের (Altr+Delete) চাপুন। আবার যদি লেয়ারে ব্যাকগ্রাউন্ড কালার এপ্লাই করতে হলে আপনাকে কি-বোর্ডের (Ctrl+Delete) চাপুন।
ফটোশপের কী-বোর্ডের গুরুত্বপূর্ণ কী
আমরা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি তাদের কাছে ফটোশপ শর্টকার্ট কী খুব গুরুত্বপূর্ণ। যারা প্রোফেশনাল ডিজাইনার তাদের একটা ডিজাইন করতে তেমন বেশি সময় লাগে না কারণ তারা সব সময় শর্টকার্ট কী ইউজ করে থাকে। চলুন দেখে আসি কিছু ফটোশপের গুরুত্বপূণ শর্টকার্ট কী।
নিউ ডুকুমেন্ট = (Ctrl+N)
ওপেন ফাইল= (Ctrl+O)
মার্জ ভিসিবল টু নিউ লেয়ার= (Shift+Alt+Ctrl+E)
ফরগ্রাউন্ড কালার= (Alt+Delete/Backspace)
ব্যাকগ্রাউন্ড কালার= Ctrl+ Delete
ইমেজ সাইজ=(Ctrl+Alt+I)
স্টেপ ব্যাকওয়ার্ড=(Ctrl+Alt+Z)
ক্যানভাস সাইজ=(Ctrl+Alt+C )
ইনভার্ট সিলেকশন=(Ctrl+Shift+I)
ফ্রি ট্রান্সফর্ম=(Ctrl+T)
জুম ইন=Ctrl+ (+)
জুম আউট=(Ctrl+ (-)
১০০% জুম=(Ctrl+1)
স্ক্রিন জুম=(Ctrl+0)
ফটোশপের টুলের শর্টকার্ট সমূহঃ
গ্রাফিক ডিজাইন বা ফটোশপে ইমেজ এডিটিং করার সময় আপনি যদি টুলের শর্টাকার্ট কী ইউজ না করেন তাহলে আপনার ডিজাইন করতে অনেক সময় লাগবে। তাই যারা গ্রাফিক ডিজাইনে এক্সপার্ট তারা সব সময় টুলের শর্টাকার্ট কী ইউজ করে।
গ্রাফিক ডিজাইন শিখতে ঘুরে আসুন আমাদের ফেসবুক পেজে।
ফটোশপের টুলের নাম ও শর্টকার্টঃ
Move Tool (V)
Marquee Tool (M)
Lasso Tool (L)
Quick Selection Tool (W)
Crop Tool(C)
Eyedropper Tool (I)
Spot Healing Brush Tool (J)
Brush Tool (B)
Clone Stamp Tool(S)
History Brush Tool(Y)
Eraser Tool (E)
Gradient Tool (G)
Dodge Tool (O)
Pen Tool (P)
Text Tool (T)
Path Selection Tool (A)
Rectangular Tool (U)
Hand Tool (H)
Zoom Tool (Z)
নিচের টুলের আইকন সহ ছবিতে উপস্থাপন করা হয়েছে।
ফটোশপের কী-বোর্ড এবং টুলের যে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদিও তা যথেষ্ট নয় তবুও আমার বিশ্বাস আপনি যদি এই আলোচিত টুল গুলো মনে রাখতে পারেন আশা করছি আপনার ডিজাইন করতে অনেক সময় কম লাগবে।
তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।
লিখেছেনঃ
সৈয়দ গোলাম রাব্বী
No comments:
Post a Comment